Jump to content
IslamicTeachings.org

কন্যার জন্ম সুখবর – কয়জন মুসলমান তা জানেন ?


MUSLIM WOMAN

Recommended Posts

Asalamu'alaikum

 

কুরআনে মেয়ে জন্ম হওয়াকে সুখবর বলা হয়েছে , তা কয়জন মুসলমান জানেন ?

 

পবিত্র কুরআনে বলা আছে , তাদের কাউকে যখন কন্যা জন্মের সুখবর দেয়া হয় , তাদের মুখ কালো হয়ে যায় ও অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয় । ( সুরা নাহল ; ‌১৬:৫৮ ) ।

 

 

 

বাংলাদেশে মেয়ে জন্মালে কয়জন মা- বাবা খুশী হন , তা বোধহয় আঙুলে গুণে বলে দেয়া যাবে । মেয়ে জন্ম দেবার ‘ অপরাধে ‘ অনেক স্বামী তার স্ত্রীকে তালাক দেয় , কেউ স্ত্রী ও নবজাত শিশুর গায়ে এসিড ঢেলে দেয় , কেউ স্ত্রীকে মারধর করে , অনেক মা মনের দু:খে শিশুর দিকে আর তাকিয়েও দেখে না , এই শিশুকে দুনিয়ায় নিয়ে আসার ‘পাপে ‘ কখন তার সংসার ভাঙ্গে , কখন তাকে মারধর – গালিগালাজ সহ্য করতে হয় , সেই আতংকে – দু:খে মা তার শিশুকে বুকের দুধ পর্যন্ত পান করান না ; অনেকে মেয়ের কানে আজান শোনানো তো দূরের কথা , বাসার ছাদে গিয়ে শোকের প্রতীক হিসাবে কালো পতাকা উড়ান ।

 

এসব মুসলমানদের প্রতি ধিক্কার । ।

 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
×
×
  • Create New...