Jump to content
IslamicTeachings.org

মঙ্গল প্রদীপ ও শিখা অনির্বাণ মৃত বা জীবিত কারো কোন উপকারে আসছে কি ?


MUSLIM WOMAN

Recommended Posts

Asalamu'alaikum

 

 

 

 

 

আগুন জ্বালিয়ে কোন উৎসব শুরু করলে বা মৃত ব্যক্তির স্মরণে আগুন জ্বেলে রাখলে তাতে জীবিতরা কোন সওয়াব পায় না বা মৃতের আত্মার কোন শান্তি হয় না ।

 

 

এসব রীতি – বিশ্বাস ইসলাম বিরোধী , এটা কুফরী মতবাদ । অথচ বাংলাদেশের মত মুসলিমপ্রধান দেশে আমরা স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদদের স্মরণে শিখা অনির্বাণ জ্বালিয়ে রেখে লক্ষ – কোটি টাকার অপচয় করছি । সরকারী - বেসরকারী যে কোন অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ জ্বালাচ্ছি । এছাড়াও কোন বর্ষপূর্তি বা কোন ঘটনায় নিহতদের স্মরণে হাজার হাজার মোমবাতি জ্বালিয়ে গরীব দেশের সম্পদ খামোকা নষ্ট করি ।

 

 

 

আগুন জ্বালালে কোন দেব – দেবীর আশির্বাদে মৃত মানুষের উপকার হবে বা তা জীবিতদের জন্য কল্যাণ বয়ে আনবে , এটা বিশ্বাস করলে সেটা হবে শিরক - সবচেয়ে বড় পাপ ।

 

নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে শরীক করাকে মাফ করেন না

( সুরা নিসা : ৪ : ১১৬ )

 

 

 

বিকল্প কাজ :

 

 

বীর শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে আমরা হাজারো গরীব যুদ্ধাহত পরিবারকে আর্থিক সাহায্য করতে পারি ; তাদের সন্তানদের ব্যবসা – চাকরীর ব্যবস্থা করতে পারি ; শহীদদের নামে গরীব , মেধাবী ছাত্র – ছাত্রীদের আর্থিক পুরষ্কার দিতে পারি ; তাদের নামে জেলায় জেলায় হাসপাতাল , স্কুল বানাতে পারি ; ফলের গাছ লাগিয়ে সদকায়ে যারিয়ার সওয়াব পেতে পারি ।

 

 

 

কিন্ত্ত আগুন জ্বালিয়ে না মৃত ব্যক্তির , না জীবিত কোন মানুষ – কারোরই তো কোন উপকার হচ্ছে না । এর চেয়ে স্বাধীনতা যুদ্ধের প্রতীক হিসাবে অন্য কোন কিছু আগুনের বদলে স্থাপন করা যেতে পারে যাতে অর্থ ও মূল্যবান গ্যাসের অপচয় না ঘটে । পাশাপাশি শিরকের পাপ থেকেও মুক্ত থাকতে পারবো।

 

 

যেহেতু বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ , তাই কুরআন তেলাওয়াত দিয়েই যে কোন

অনুষ্ঠান শুরু করা উচিত । পাশাপাশি দেশের অন্য ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ যেমন গীতা , বাইবেল , ত্রিপিটক থেকে কিছু বাণী পাঠ করা যেতে পারে ।

 

মোমবাতি জ্বালিয়ে কাউকে স্মরণ না করে গরীব রোগী - শিক্ষার্থীদের বা মসজিদে সেসব দান করলে মোমবাতির সর্বোত্তম ব্যবহার হবে ।

 

আমরা কি শিরকের পাপ ও অপচয় থেকে মুক্ত থাকার চেষ্টা করবো না ? আল্লাহ তওফীক দিন ।

Link to comment
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
×
×
  • Create New...