Jump to content
IslamicTeachings.org

ধনি ও দরিদ্র


MUSLIM WOMAN

Recommended Posts

:assalam:

 

 

 

 

 

ধনি ও দরিদ্র

 

অনুবাদ: মহিউদ্দীন ফারুকী

 

মূল: মোস্তফা লুৎফী আল মানফালুতী

 

 

গত কাল রাতে রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলাম।

 

পথি মধ্যে এক হতদরিদ্র লোক দেখতে পেলাম, পেটে হাত দিয়ে বসে আছে। ভাবে বুঝা গেল কিছুটা ব্যথা অনুভব করছে। এগিয়ে গেলাম।

 

জিজ্ঞাস করলাম: কি হয়েছে আপনার?

 

সে বললো: ক্ষুদার তাড়নায় ব্যথা অনুভব করছি।

একথা শুনে তার পেটের ব্যথা দূর করার জন্য আমি যথাসাধ্য তাকে কিছু সহযোগীতা করলাম।

 

এরপর চললাম আমার গন্তব্যে। আর গন্তব্য? আমার প্রিয় ধনাঢ্য বন্ধুর বাসা। বাসায় পৌঁছেতো আমি অবাক! বন্ধু (তার)পেটে হাত দিয়ে বসে আছে। আর রাস্তার সেই হতদরিদ্র লোকের মত পীড়া অনুভব করছে।

 

আমি তাকে কারণ জিজ্ঞেস করলাম।

 

সে বললো: অতি মাত্রায় ভোজনে আমার বদ হয়েছে। আর সে কারণেই পেটে প্রচন্ড ব্যথা অনুভব করছি।

 

আমি মনে মনে বললাম কি আশ্চর্য! যদি এই ধনি অতিমাত্রায় না খেয়ে তার উচ্ছিষ্ট খাবার গুলো ঐ দরিদ্র ব্যক্তিকে দান করতো তাহলে দু'জনেই থাকত আরামে। আর কোন ব্যথা ও অসুস্থতায় আক্রান্ত হতে হত না তাদের।

 

আর এটাই তো হওয়ার কথা ছিল যে, ব্যক্তি তার ক্ষুধা নিবারণের জন্য যতটুকু খাবার প্রয়োজন, ততটুকুই সে গ্রহণ করবে। বাকিটুকু দান করে দিবে হত দরিদ্রদের; যারা এক মুঠো খাবারের আশায় চেয়ে থাকে অন্যের দিকে।

 

কিন্তু তা না করে সে খাবারের প্রতি ভালবাসা দেখিয়েছে। তাকে লোভে পেয়েছে। তাই খাবারের দস্তরখানে সাজিয়েছে কয়েক রকমের খাবার। আর দরিদ্রের অধিকার খর্ব করে "গলধঃকরণ" করেছে সবটুকু। তাই আল্লাহ তা'আলা এই অপরাধে তাকে "বদহজমীর" মাধ্যমে শাস্তি দিচ্ছেন।

 

আর এভাবেই বুঝে আসে আরবীয় প্রবাদের সত্যতা: "ধনীর বদহজমী দরীদ্রের ক্ষুধা।"

 

http://www.nirmanmagazine.com/index.php/2011-06-18-11-30-34/94-2011-06-16-16-00-13

Link to comment
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
×
×
  • Create New...