Jump to content
IslamicTeachings.org

MUSLIM WOMAN

Members
  • Posts

    1,173
  • Joined

  • Last visited

  • Days Won

    41

Posts posted by MUSLIM WOMAN

  1. Asalamu'alaikum

     

    ,,,,

     

    The Prophet (Sallallahu 'Alaihi Wa Sallam) said, "If the people knew what I

    know about travelling alone, then nobody would travel alone at night."

     

     

     

    Jinn , Satan are more active / powerful at night ? :ohmy: :unsure:

  2. Asalamu'alaikum

     

    Remember that the one who will stop something for the sake of ALLAH -swt-, ALLAH will give him something much better instead of it

     

    I have stopped watching English movies and hindi serials to please Allah.

     

    :veryhappy:

  3. Asalamu'alaikum

     

    There is still time to change sis, start from now

     

     

    I have started praying to get rid of this bad habit. InshaAllah my dua will be answered :veryhappy:

  4. Asalamu'alaikum

     

    Narrated Anas bin Malik (Radi-Allahu 'anhu):

     

    The Prophet (Sallallahu 'Alaihi Wa Sallam) used to say, "O Allah! I seek

    refuge with You from ... laziness

     

     

    uh I am lazy :oops: :cry:

  5. Asalamu'alaikum

     

    O you who believe! Avoid much suspicion, indeed some suspicions are sins..... [s.49 v.12]

     

     

    Our beloved Prophet pbuh said : Do not accuse people of sins, because you do not know if they have already repented and God has already forgiven them. Tirmizi

  6. Salaam

     

    ...."It is not permissible

    for any Muslim who has something to will to stay for two nights without

    having his last will

     

    thanks for the reminder . i need to make my will .

  7. Asalamu'alaikum

     

    ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম। পবিত্র কুরআনে আমাদের সবার স্রষ্টা ও পালনকর্তা মহান আল্লাহ বলেছেন যার মানে : নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দ্বীন হলো ইসলাম ( সুরা ইমরান ; ৩: ১৯ ) ।

     

     

    ইসলামকে জানতে পবিত্র কুরআন পড়ুন যা আমার , আপনার ও আমাদের সবার প্রভুর কাছ থেকে এসেছে ও কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে । রোজ কমপক্ষে একটি আয়াত অর্থসহ নিজে পড়ুন ও পরিবারের সবাইকেও বলুন পড়তে । আল্লাহ আমাদের সবার জন্য কাজটি সহজ করে দিন , আমীন ।

  8. Asalamu'alaikum

     

    সালাম আলাইকুম

     

    আমরা অনেকেই মানুষের বদনাম করতে খুবই পছন্দ করি । শ্বশুরবাড়ির বদনাম হলে তো কথাই নেই , মেয়েদেরকে থামানোই মুশকিল হয়ে পড়ে । তবে পুরুষরাও পরনিন্দায় পিছিয়ে নেই । বস ও সহকর্মীদের বদনাম থেকে শুরু করে বউয়ের বদনাম - পরনিন্দা তারাও উপভোগ করেন ।

     

    এছাড়াও , মানুষের দোষ খুঁজে বের করতে ও প্রচার করতেও অনেকে খুব পছন্দ করেন । অথচ আমাদের সবার রব পবিত্র কুরআনে বলেছেন :

     

    হে বিশ্বাসীগণ ; তোমরা অধিকাংশ অনুমান থেকে দূরে থাকো , কারণ অনুমান কোন কোন ক্ষেত্রে পাপ ও তোমরা একে অন্যের গোপনীয় বিষয় সন্ধান করো না ও একে অন্যের পিছনে নিন্দা করো না । তোমাদের মধ্যে কি কেউ তারা মৃত ভাইয়ের গোশত খেতে চাইবে ? তোমরা তো একেই ঘৃণার কাজই মনে করো ; তোমরা আল্লাহকে ভয় করো । আল্লাহ তওবা গ্রহণকারী , পরম দয়ালু ।

    ( সুরা হুজুরাত ; ৪৯ : ১২ ) ।

  9. Asalamu'alaikum

     

     

     

    সালাম আলাইকুম ,

     

    আল্লাহ বা তাঁর যে কোন রাসূলকে ( তাঁদের সবার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক ) নিয়ে বাজে কথা বললে , ঠাট্টা - তামাশা করলে একজন আর মুসলমান থাকে না । তাকে সাথে সাথে আল্লাহর কাছে মাফ চাইতে হবে ; নইলে সে যদি তওবা না করে মারা যায় , তাহলে সে অমুসলিম অবস্থায় মারা যাবে । আল্লাহ এই পাপ থেকে আমাদেরকে রক্ষা করুন ।

     

    ইসলাম বিদ্বেষী গণমাধ্যমের প্রচারণা ও অমুসলিমদের লেখা পড়ে বিভ্রান্ত হয়ে অনেকেই মা আয়েশা রাযি আল্লাহু আনহার সাথে রাসূল ﷺﷺসাল্লাললাহু আলাই হি ওয়া সাল্লামের বিয়ে নিয়ে অশালীন মন্তব্য করে যেমন শেষ নবী ﷺﷺসাল্লাললাহু আলাই হি ওয়া সাল্লাম ছিলেন ....... আসতাগফিরুল্লাহ ।

     

     

    আমাদের মনে রাখতে হবে হজরত মুহাম্মদ সাল্লাললাহু আলাই হি ওয়া সাল্লাম তাঁর পুরো যৌবনকাল কাটিয়েছেন তাঁর চেয়ে বয়স্কা ও দুইবার বিধবা হওয়া এক নারীর সাথে । প্রথম স্ত্রী বেঁচে থাকার সময় তিনি আর বিয়ে করেন নি । আল্লাহ যখন রাসূলের স্ত্রীদেরকে সুযোগ দিয়েছিলেন দুনিয়ার সম্পদ নিয়ে স্বামীর কাছ থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য , তখন মা আয়েশা রাযি আল্লাহু আনহা সবার আগে বলেন : আমি রাসূলকে চাই । যিনি কারো কাছে কখনো বিয়ে নিয়ে অভিযোগ করেন নি , ১৪৩০ বছর পরে সেই বিয়ে নিয়ে বাজে মন্তব্য করার কী কারণ থাকে পারে ? মনে রাখতে হবে , ইসলামী বিয়েতে মেয়েরও মত লাগে । মা আয়েশা রা. ও তাঁর মা - বাবা সবাই বিয়েতে রাজী ছিলেন । এই বিয়েতে কোন জোরজবরদস্তি হয় নি ।

     

    ইসলাম প্রচার বন্ধের জন্য কাফিররা রাসূলকে প্রস্তাব দিয়েছিল ধন- সম্পদ দেয়ার পাশাপাশি আরব উপদ্বীপের সবচেয়ে সুন্দরী নারীদেরকে দিয়ে দেয়া হবে । আল্লাহর রাসূলের উত্তর ছিল : কাফিররা আমার ডান হাতে সূর্য ও বাম হাতে চাঁদকেও এনে দেয় , তবুও আমি ইসলাম প্রচারে বিরত হবো না ।

     

    তিনি যদি দুশ্চরিত্র বা বিকৃত রুচির মানুষ হতেন , তবে কি এমন লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিতেন ?

     

    আমরা হয়তো না জেনে , না বুঝে ইসলাম বিরোধী অনেক মন্তব্য করে ফেলি । মনে রাখতে হবে , তামাশা করেও এমন কথা বলা যাবে না , যা আমাদেরকে ইসলাম ধর্মের বাইরে নিয়ে আসে ।

     

    আল্লাহ বলেছেন যার মানে : ( হে মুহাম্মদ ) আমি তোমাকে বিশ্বজগতের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি ( সুরা আম্বিয়া ; আয়াত ১০৭ ) । এছাড়াও সুরা হুজুরাতে আল্লাহ বলেন : প্রকৃত ঈমানদার তারাই যারা বিশ্বাস আনে আল্লাহ ও তাঁর রাসূলে এবং ধর্মবিশ্বাস নিয়ে সন্দেহ করে না (৪৯:১৫)।

     

    পবিত্র কুরআনে সাবধান করে বলা হয়েছে‘ তোমরা কি আল্লাহ , তাঁর নিদর্শন ও তাঁর রাসূলকে ঠাট্টা করছিলে ? তোমরা অজুহাত দেয়ার চেষ্টা করো না ; তোমরা তো ঈমান আনার পর কুফরী করেছো ...( সুরা তওবা ; ৯ ; ৬৫-৬৬ )

     

    তাই দয়া করে শেষ নবী বা আল্লাহর কোন নবীকে নিয়ে অশালীন মন্তব্য করবেন না ।

     

    রাতে ঘুমাতে যাওয়ার আগে আসুন আমরা রোজ বলি: আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক ; আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম ﷺ হলেন আল্লাহর রাসূল।

  10. মূল রচনা : হারুন ইয়াহিয়া

     

    অনুবাদ: জাবীন হামিদ

     

    প্রকাশক : বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন

     

    লেখক পরিচিতি:

     

    ইয়াহূদী, খৃস্টান ও মুসলমানদের শ্রদ্ধেয় দুই নবী হযরত হারুন ( আ: ) ও হযরত ইয়াহিয়া ( আ: ) -- যারা ধর্মহীনতার বিরুদ্ধে সংগ্রাম করেছেন , তাঁদের পুণ্য স্মৃতির সম্মানে তুরস্কের লেখক আদনান ওকতার নিজের ছদ্মনাম " হারুন ইয়াহিয়া " বেছে নিয়েছেন।

     

    তাঁর বইয়ের প্রচ্ছদে হযরত মুহাম্মাদ সাল্লাললাহু আলাই হি ওয়াসাল্লাম এর ব্যবহৃত সিলমোহর প্রতীকী অর্থ বহন করে। পবিত্র কুরআন যে শেষ আসমানী কিতাব ও হযরত মুহাম্মাদ ﷺসাল্লাললাহু আলাই হি ওয়াসাল্লাম ﷺযে সব নবী ও রাসূলদের সিল বা শেষ রাসূল , তা এই সিলমোহরের মাধ্যমে বোঝানো হচ্ছে।

     

    লেখক ধর্মহীনতার বিরুদ্ধে যেন জিহাদে লিপ্ত। কুরআন ও হযরত মুহাম্মাদ সাল্লাললাহু আলাই হি ওয়াসাল্লাম এর জীবন আদর্শের কথা তিনি তাঁর বইগুলিতে তুলে ধরেছেন। পাশাপাশি পার্থিব স্বার্থে ভোগবাদী মানুষের ধর্মহীনতা , বিবর্তনবাদীদের মিথ্যা প্রচার ও ধর্ম বিষয়ে অজ্ঞতার অশুভ পরিণাম নিয়ে মুসলমানদের সতর্ক করেছেন।

     

    বিবর্তনবাদ সম্পর্কে ভুল ধারণা :

     

    বিভিন্ন জাতিগত বিদ্বেষ ও ভুল বোঝাবোঝির মূলে রয়েছে মিথ্যা এক তথাকথিত বৈজ্ঞানিক তত্ত্ব। এই সুস্পষ্ট বর্বরতা বিশেষভাবে উল্লেখের দাবী রাখে। কেননা, বর্তমান যুগের বিভিন্ন ভুল মতবাদ এই মিথ্যার প্রতিষ্ঠিত । এসবের মিথ্যা বৈজ্ঞানিক ভিত্তি হলো ডারউইনের তথাকথিত বিবর্তন মতবাদ। অনেকেই ভাবেন এটি কেবল জীববিজ্ঞানের ক্ষেত্রে প্রযোজ্য।কিন্তু আসলে বিবর্তনবাদ এর চেয়েও অনেক বেশী কিছু। এটি শুধুমাত্র জীববিজ্ঞানের মতবাদ নয় , এটি অনেক দর্শনতত্ত্বের ভিত যা পৃথিবীর কোটি কোটি মানুষকে প্রভাবিত করেছে ও করছে।

     

    হারুন ইয়াহিয়ার বই এই মিথ্যা তত্ত্বগুলির অসারতা পাঠকদের সামনে তুলে ধরে ও মহান স্রষ্টার সর্বশেষ কিতাব কুরআন শরীফের আদর্শ জীবনে বাস্তবায়ন করতে তাগিদ দেয়। মুসলমান ও অমুসলমান সবারই এই বইয়ের থেকে অনেক কিছু শেখার আছে।

     

    অনুবাদের ব্যপারে কোন পরামর্শ থাকলে ই-মেলে জানাতে অনুরোধ করছি। যাজাক আল্লাহু খায়রান ( আল্লাহ আপনাকে উত্তম প্রতিফল দান করুন )।

    [email protected]

×
×
  • Create New...