Jump to content
IslamicTeachings.org

আমি অবৈধ আয় করি


MUSLIM WOMAN

Recommended Posts

Asalamu'alaikum

 

 

আমি অবৈধ আয় করি

 

কিছুদিন ধরে ভাবছিলাম আমাদের পুলিশভাই(ও বোনদের)উদ্দেশ্যে একটি লেখালিখবো ।

 

 

খবরের কাগজে প্রায়ই অভিযোগ আসে টাকা নিয়ে পুলিশ অপরাধীর পক্ষ নেয় ও যারা নিরপরাধ তাদের হয়রানি করে ।

 

 

নিরপরাধ মানুষকেহাজতেনির্যাতন করা ও মেরে ফেলা থেকে শুরু করে এমন কোন অন্যায় কাজ নেই যা তারা করছে না ।

 

 

 

এসব পড়েমনে প্রশ্ন জাগতোযদিটাকার এতই লোভথাকেপুলিশের , তবেযারানিরপরাধ তাদেরথেকেটাকানিয়েপুলিশঅপরাধীদেরশাস্তি দেয়নাকেন ?সবসময়কেনঅপরাধীদেরকাছ থেকেই টাকানিতেহবে ?

 

 

 

সন্তানহারাকোনমাতা-পিতাকেযদিপুলিশ বলে আমাদেরকে.....টাকাদিলেআমরাখুনীকেধরেবিচারেরআওতায় আনবো ; কমপক্ষেতারযাবজ্জীবন অবশ্যইহবে ,তাহলেআমার ধারণা যেকোনঅভিভাবক পুলিশকেটাকাদিতেরাজীহবেন।

 

কিন্ত্ত বাস্তবেপুলিশখুনীদের কাছ থেকেটাকানিয়েমামলা দূর্বলকরেদেয় ; ফলে খুনীরাশাস্তিনাপেয়ে প্রকাশ্যেঘুরে বেড়ায় ও আরোঅপরাধকরার সুযোগপায় ।

 

 

 

গত ৯ই জুন দৈনিক কালেরকন্ঠের অপরাধনামা বিভাগে একপুলিশ কর্মকর্তার স্বীকারোক্তি পড়লাম।পড়ে এত ভাল লাগলো, তাই শেয়ার করছি সবার সাথে। কিভাবে পুলিশ এক মাঝবয়সী ভদ্রলোকের ২০ লাখ টাকা উদ্ধার করে তাকে ফিরিয়ে দেয় ও সেই ভদ্রলোক খুশীতে আত্মহারা হয়ে কিভাবে সেই পুলিশকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছিলেন ।

 

 

 

আর্থিক দূরবস্থায় তিনি আত্মহত্যার কথা ভাবছিলেন । এই সময় পুরো টাকা ফেরত পেয়ে তিনি স্বেচ্ছায় পুলিশ কর্মকর্তা না চাইতেই তাকে দুই লাখ টাকা দেন । পুলিশ কর্মকর্তা তার থেকে এক লাখ ফিরিয়ে দিয়ে এক লাখ টাকা গ্রহণ করেন , তাও সেই ভদ্রলোকের অনেক অনুরোধের পরে ।

 

 

যদি বাংলাদেশের সব পুলিশ এভাবে' অবৈধ ' আয়করাশুরু করেন,তাহলে আমাদের দেশে অপরাধ রাতারাতি কমে যাবে বলে আমার বিশ্বাস ।

 

 

 

1.:: কালের কণ্ঠ :: অপরাধনামা :: 'আমি অবৈধ আয় করি'

 

www.kalerkantho.com/index.php?view...

Link to comment
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
×
×
  • Create New...