Jump to content
IslamicTeachings.org

একটি সোনালী বাক্সের গল্প


MUSLIM WOMAN

Recommended Posts

Asalamu'alaikum

 

 

 

 

 

একটি সোনালী বাক্সের গল্প

 

3660788966_74e9bcaac6_m.jpg

 

Posted: 17 Feb 2012 01:11 AM PST

 

অনুবাদঃ শাহরিনা ইয়েসমিন

 

কিছু দিন আগে আমার এক বন্ধু তার তিন বছর বয়সী মেয়ে কে শাস্তি দিয়েছিল কিছু সোনালী রঙের উপহার মোড়ানোর কাগজ নষ্ট করার জন্য। বন্ধুটি বেশ অর্থ সংকটে ছিল, তাই যখন দেখল বাচ্চাটি সোনালী কাগজগুলো দিয়ে একটি বাক্স সাজানোর চেষ্টা করছে, সে রেগে অগ্নিশর্মা হয়ে গেল। সে যাই হোক, পরদিন সকালে যখন ছোট্ট মেয়েটি তার বাবাকে বাক্সটি উপহার দিল এবং বলল- ‘বাবা এটা তোমার জন্য’, তখন সে তার পূর্বের আচরণের জন্য খুব অপ্রস্তুত হয়ে গেল। কিন্তু তৎক্ষণাৎ তার রাগ আবার বেড়ে গেল যখন সে দেখল বাক্সটির ভেতরে সম্পূর্ণ খালি।

 

বন্ধুটি রাগতস্বরে মেয়েকে বলল, তুমি কি জান না যখন কাউকে কিছু উপহার দাও, তখন তার মধ্যে কিছু থাকতে হয়?

 

ছলছল চোখে ছোট্ট মেয়েটি তার বাবার দিকে তাকাল এবং বলল- ‘ওহ বাবা এটা তো খালি না, বাক্সটিকে আমি অনেক অনেক চুমু দিয়ে ভরে দিয়েছি, সব তোমার জন্য বাবা।’

 

বাবা কান্নায় ভেঙ্গে পড়লো এবং মেয়েকে কোলে তুলে নিল ও ক্ষমা চাইল। বন্ধুটি আমাকে বলেছিল, সে সোনালী বাক্সটি বহু বছর তার বিছানার পাশে রেখেছিল, যখনই সে কোন কিছুতে উৎসাহ হারিয়ে ফেলত, ঐ বাক্স থেকে একটি কল্পনিক চুমু সে নিয়ে নিত এবং অনুভব করত তার ছোট্ট মেয়ের ভালবাসা। প্রকৃতপক্ষে আমরা প্রত্যেক বাবা-মা ই সন্তানদের কাছ থেকে ঐরূপ নিঃশর্ত ভালবাসা ও চুমুয় পূর্ণ সোনালী বাক্স পেয়ে থাকি যার চেয়ে মূল্যবান আর কিছু আমরা পেতে পারিনা।

 

 

http://www.quraneralo.com/story-of-a-golden-box/?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+quraneralo+%28QuranerAlo.com+-+%E0%A6%95%E0%A7%81%E0%A6%B0%27%E0%A6%86%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0+%E0%A6%86%E0%A6%B2%E0%A7%8B%29

Link to comment
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
×
×
  • Create New...